ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন, প্রশাসনকে ফখরুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন, প্রশাসনকে ফখরুল

দিনাজপুর: আপনারা কোনো দল বা ব্যক্তির কর্মচারী নন। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন, সরকারের আজ্ঞাবহ হয়ে দায়িত্ব পালন করবেন না। আপনারা এদেশের নাগরিক, বাঙালি মায়ের সন্তান। 

শনিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশাসনের উদ্দেশে একথা বলেন।  

**ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকুন: মির্জা ফখরুল

ফখরুল বলেন, ‘কৃষক তার ফসলের দাম চান, শ্রমিক তার ন্যায্য মজুরি চান, মানুষ আর স্বৈরশাসকের অধীনে থাকতে চায় না, দুর্নীতি থেকে মুক্তি চায়।

এদেশের মানুষ এখন পরিবর্তন চায়। ’ 

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো উস্কানি বা সংঘর্ষে না জড়িয়ে ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করুন। ভোট প্রদান ও গণনা শেষে ভোটকেন্দ্র পাহারায় রাখুন। কেন্দ্রভিত্তিক ভোটের রেজাল্ট শিট বুঝে নেবেন।

সৈয়দপুর বিমানবন্দরে নেমে ফখরুল ২০ দলীয় ঐক্যজোটের উদ্যোগে ধানের শীষের প্রার্থী স্থানীয় উপজেলা বিএনপির সভাপতি এ. জেড. এম রেজওয়ানুল হকের এ পথসভায় উপস্থিত হলে বিএনপির নেতাকর্মীরা উৎফুল্ল হয়ে ওঠেন।

পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যপক জালাল উদ্দীন আহম্মেদ, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খোরশেদ আলম মতি, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, চিরিরবন্দর-খানসামা আসনের সাবেক এমপি ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়াসহ জেলা, বিভাগ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মির্জা ফখরুল বক্তৃতা শেষে চিরিরবন্দরের উদ্দেশে যাত্রা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।