ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত ২ নিহতদের মরদেহ। ছবি-বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে দু’জন নিহত হয়েছেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার অধীন দুর্গম রাইখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-রাইখালী ইউনিয়নের বটতল গ্রামের থইলাসিন মারমা ছেলে মংছিনু মারমা (৪০) এবং  একই ইউনিয়নের নারায়নগিরি পাড়ার আরব আলীর ছেলে মো. জাহিদ (৩৭) ।

মংছিনু আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের রাইখালী ইউনিয়নের এরিয়া কমান্ডার।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে দুর্গম রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়ায় ভালুকিয়া সড়কের পাশের একটি দোকানে অবস্থান করছিলেন মংছিনু। এসময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই মংছিনু এবং সেখানে থাকা জাহিদ নামে এক ব্যক্তি মারা যান। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও তা জানা যায়নি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা ফিরলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।