ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার ব্যথা কিছুটা বেড়েছে: ডা. জলিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
খালেদা জিয়ার ব্যথা কিছুটা বেড়েছে: ডা. জলিল খালেদা জিয়া/ফাইল ফটো

ঢাকা: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যপরীক্ষা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক টিম। 

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পাঁচজন চিকিৎসক পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্যপরীক্ষা করতে যান। এক ঘণ্টার বেশি সময় তারা খালেদা জিয়ার স্বাস্থ্যপরীক্ষা করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী বাংলানিউজকে বলেন, খালেদা জিয়ার হাত, হাঁটু ও কোমরের ব্যথা আগের তুলনায় কিছুটা বেড়েছে।

তিনি বলেন, মানুষ অবসরে থাকলে, মুভমেন্ট কম হলে বাতের ব্যথা,  কোমরে ব্যথা, হাঁটু ব্যথা এসব হয়। অ্যাক্টিভিটিস থাকলে এটা কম হয়। এই ব্যথাগুলো সকালে বাড়লে বিকেলে কম থাকে। ওনারও একই রকম সমস্যা। তাছাড়া উনি যেহেতু অন্তরীণ, তাই ব্যথাটা একটু বেশি বেড়েছে।

খালেদা জিয়ার জরুরি কোনো চিকিৎসার প্রয়োজন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি হচ্ছেন পুরনো রোগী তার জরুরি চিকিৎসার প্রয়োজন নেই। তবে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা দেখতে হবে।

বাইরে কোনো হসপিটালে নেওয়ার জন্য রেফার করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ডা. জলিল বলেন, উনি যদি বিএসএমএমইউতে আসতে চান আসতে পারেন। সেটা তার মর্জির ওপর নির্ভর করছে।  

পাঁচ সদস্যের এই চিকিৎসক দলে ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মো. আব্দুল জলিল চৌধুরী, রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার তানজিলা পারভিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার বদরুন্নেসা আহমেদ ও অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার চৌধুরী ইকবাল মাহমুদ।
 
বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।