রোববার (১০ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের আমতলা সড়কের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে খান আরিফুর রহমান এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী খান আরিফুর রহমান অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
এ ঘটনায় খান আরিফুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা।
এদিকে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ছবি দিয়ে হ্যান্ডবিল করে বিতরণের অভিযোগে সাইদুর রহমান নামে এক যুবককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এমএস/আরআইএস/