ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

মেনন-ইনুর বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহিতার মামলা খারিজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, মে ১৩, ২০১৯
মেনন-ইনুর বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহিতার মামলা খারিজ রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, ফাইল ফটো

ঢাকা: ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (১৩ মে) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান ২০০ ধারায় মামলাটির বাদীর জবানবন্দি গ্রহণ করে, তা খারিজের আদেশ দেন।

আদালত মামলাটির খারিজ আদেশে বলেন, যে দু’জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা সংসদ সদস্য।

তাই তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। এ মামলায় তা নেই। এ পরিপ্রেক্ষিতে মামলাটি খারিজ করা হয়েছে।

‘রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল’ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান শরিয়তপুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।

বাদীর আইনজীবী মাহবুবুল আলম দুলাল মামলা দায়ের এবং খারিজ করার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বাদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি শিক্ষাকে যুগোপযোগী করার চেষ্টা করছেন। এ জন্য তিনি কওমি শিক্ষাকে ডিগ্রি ও ডিগ্রি উত্তর সমমর্যাদায় উন্নীত করেন। তার এই স্বীকৃতি দেওয়ার জন্য তাকে কওমি শিক্ষার মুরব্বি শাহ আহম্মদ শফীর নেতৃত্বে লাখ লাখ আলেম ‘কওমি জননী’ বলে খেতাব দেন। তবে কওমি শিক্ষাকে প্রধানমন্ত্রীর স্বীকৃতি দেওয়ার পরই দেশের কিছু লোকের গাত্রদাহ শুরু হয়।

মামলায় বলা হয়, আসামিরা সম্প্রতি মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়েন। যে কারণে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে নিয়ে বিভিন্ন উসকানিমূলক মন্তব করেন। যা দেশের ধর্মপ্রাণ মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ