শনিবার (১৫ জুন) বেলা ১১টায় নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এ বাজেট বড় ঘাটতি এবং আয় বৈষম্যের। এছাড়া এ বাজেটকে ‘ধনীদের তোষণ ও গরীব মারার’ বলে অভিহিত করেন তারা। এ বাজেট প্রত্যাখ্যান করে জনহিতকর বাজেট ঘোষণার দাবি জানানো হয় সমাবেশে।
এর আগে একই দাবিতে নগরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন-শৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এমএস/আরআইএস/