ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

রাজনীতি

ভোলায় জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৪, জুন ১৯, ২০১৯
ভোলায় জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার ইব্রাহিম চৌধুরী পাপন

ভোলা: ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) ভোরে তাকে কলেজ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।  
 
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, একটি চাঁদাবাজির মামলায় পাপনকে গ্রেফতার করা হয়েছে।

বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইব্রাহিম চৌধুরী পাপন জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও ভোলা সরকারি কলেজ এলাকার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ