ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৮, জুন ২৭, ২০১৯
ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা যুবদলের লোগো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা যুবদলের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এ কমিটি ঘোষণা করেন।  

কমিটিতে মাসুদুর রহমান মাসুদকে আহ্বায়ক ও সালাহউদ্দিনকে সদস্য সচিব করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় ইসমাইল খান, ফরিদ আহমেদ, নুরুল ইসলাম লাভলু, কামালউদ্দিন, সাজেদুল ইসলাম সেলিম, শাহজাহান ব্যাপারী, আবদুল খালেক টিপু, বিপ্লব, গাজী নূরে আলম, আবদুর রাজ্জাক, মনির হোসেন, রয়েল চৌধুরী, আমির হোসেনকে এবং সদস্য করা হয়েছে হাসান আলী, তরিকুল ইসলাম তারেক, এস এম আনিসুর রহমান ও লিটনকে।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রিন্স কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।