ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সমাজের মূল্যবোধ হারিয়ে গেছে: সেলিমা রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
সমাজের মূল্যবোধ হারিয়ে গেছে: সেলিমা রহমান মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ অন্য নেতাকর্মীরা/ছবি: শাকিল

ঢাকা: প্রকাশ্য দিবালোকে রিফাতকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটেছে (রিফাত হত্যা) সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীতো দূরের কথা, সাধারণ মানুষ পর্যন্ত এগিয়ে আসেনি। সমাজের সব মূল্যবোধ হারিয়ে গেছে, আজ নৈতিকতা কোথায়।

শুক্রবার (২৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান একথা বলেন।

সেলিমা রহমান বলেন, আজ সমাজের এ অবস্থা কেন।

নৈতিকতা কোথায়। সমাজে যে মূল্যবোধ ছিল সেই মূল্যবোধ আজ কোথায় হারিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশের নামে, মেগা মেগা প্রজেক্টে দুর্নীতি করে সমস্ত মূল্যবোধ হারিয়ে রাষ্ট্র যখন অনৈতিক কাজে লিপ্ত, তখন সাধারণ মানুষও বিবেকবোধ হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, আজ মানুষের বাকস্বাধীনতা, ন্যায়বিচার, জনগণের অধিকার নেই। সংবাদমাধ্যমকর্মী, শিক্ষক বুদ্ধিজীবী থেকে সাধারণ জনগণ সবাই আতঙ্কগ্রস্ত। কেউ কথা বলার সাহস পায় না। সবাই বলে কথা বললে ধরে কারাগারে নিয়ে যাবে। আজ সবাই নির্যাতিত হচ্ছে। সবাইকে কারাগারে বন্দি করা হচ্ছে। জনগণের প্রতি চরম অবজ্ঞার কারণে আজ দেশের এই অবস্থা।

‘আপনারা দেখেছেন দেশের দুর্নীতি আজ কোন পর্যায়ে চলে গেছে। দুর্নীতিবাজ ডিআইজি মিজান ও দুদক কর্মকর্তা একে অপরকে দুর্নীতিবাজ বলছেন। স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে অসত্য ভাষণ দিয়েছেন। রূপপুরের বালিশকাণ্ড নিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর জন্য এমন কথা কি প্রধানমন্ত্রী বলতে পারেন। ’

রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, আমি অবিলম্বে তার মুক্তি দাবি করছি।  

‘প্রতিহিংসার রাজনীতি ন্যায়বিচার এবং খালেদা জিয়া’ শীর্ষক এ মতবিনিয়ময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হাজি মো. মাসুক মিয়া।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মো. নেসারুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মো. ফরিদ উদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।