ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে গণসংহতির বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, জুলাই ২, ২০১৯
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে গণসংহতির বিক্ষোভ  সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখা।

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব হারুণ অর রশিদ মাহামুদ, সদস্য আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা, ইউনাইটেড কমিউনিস্ট লীগের বরিশাল জেলার সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দফায় দফায় গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক। কতিপয় ব্যবসায়ীর মুনাফার স্বার্থে জনগণের পকেট কেটে গ্যাসের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সমাবেশ থেকে আগামী ৭ জুলাই (রোববার) বাম গণতান্ত্রিক জোটের হরতালে জনগণকে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করার আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা,  জুলাই ০২, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।