ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে আ’লীগের বিভাগীয় সম্মেলন বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
বরিশালে আ’লীগের বিভাগীয় সম্মেলন বৃহস্পতিবার সমাবেশস্থল পরিদর্শন করছেন সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। ছবি: বাংলানিউজ

বরিশাল: তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজাতে বৃহস্পতিবার (০৪ জুলাই) বরিশালে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন করবে আওয়ামী লীগ। ওইদিন সকালে বরিশাল ক্লাবে আয়োজিত বিভাগীয় সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বাংলানিউজকে জানান, সম্মেলনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে সম্মেলনস্থল পরিদর্শন করেছেন দলের কেন্দ্রীয় সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) আবুল হাসনাত আব্দুল্লাহ।

সার্বিক তদারকিও করছেন তিনি।  

দলীয় সূত্রে জানা যায়, বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করবেন  জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ। এতে প্রধান অতিথি থাকবেন প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। আর প্রধান বক্তা হিসেবে নেতাকর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এতে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, মেজর (অব.) হাফিজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য প্রযুক্তি সম্পাদক আফজাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, বরিশাল ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ১১টায় সম্মেলন শুরু হবে। যা চলবে দিনব্যাপী। এ নিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।