ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এরশাদের রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫১, জুলাই ৪, ২০১৯
এরশাদের রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ফটো

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় শুক্রবার (৫ জুলাই) বাদ জুমা বাইতুল মোকাররমসহ সারাদেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দোয়া মাহফিলে অংশ নেবেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলাসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

 

এছাড়া, একই উপলক্ষে রামকৃষ্ণ গোস্বামী আখড়া ও মন্দিরে (পশ্চিম জুরাইন, ঢাকা) বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এসএমএকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।