তিনি বলেন, বৈষম্যমুক্ত ও দুর্নীতি-দলবাজি-গুণ্ডামিমুক্ত সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার এ পর্বে তরুণ সমাজের বিরাট দায়িত্ব। গুণ্ডামি-বাড়াবাড়ির বিরুদ্ধে শেখ হাসিনার কঠোর অবস্থানকে জাসদ সমর্থন করে।
বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুর ২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে একাদশ ও অনার্স প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এসব বলেন।
তরুণ সমাজের উদ্দেশে ইনু বলেন, তোমরা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস অর্জন কর।
নবীন বরণ অনুষ্ঠানে ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবীর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এসএইচ