ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

দলবাজদের সঙ্গে কোনো আপস নাই: ইনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২১, জুলাই ৫, ২০১৯
দলবাজদের সঙ্গে কোনো আপস নাই: ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিদের সঙ্গে যেমন আপস নাই, তেমনি গুণ্ডামি-দুর্নীতি-দলবাজদের সঙ্গে কোনো ছাড় নাই। 

তিনি বলেন, বৈষম্যমুক্ত ও দুর্নীতি-দলবাজি-গুণ্ডামিমুক্ত সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার এ পর্বে তরুণ সমাজের বিরাট দায়িত্ব। গুণ্ডামি-বাড়াবাড়ির বিরুদ্ধে শেখ হাসিনার কঠোর অবস্থানকে জাসদ সমর্থন করে।

 

বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুর ২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে একাদশ ও অনার্স প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এসব বলেন।  

তরুণ সমাজের উদ্দেশে ইনু বলেন, তোমরা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস অর্জন কর।  

নবীন বরণ অনুষ্ঠানে ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবীর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।