ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিএমএইচ-এ এরশাদের সুস্থতা কামনায় দোয়া 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৮, জুলাই ৬, ২০১৯
সিএমএইচ-এ এরশাদের সুস্থতা কামনায় দোয়া  সিএমএইচ এর বারান্দায় জাতীয় পার্টির নেতাকর্মীদের দোয়া

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চেয়ে মোনাজাত করা হয়েছে।

শুক্রবার (০৫ জুলাই) রাত সাড়ে ১০টায় সিএমএইচ-এর বারান্দায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়ায় অংশ নেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা, ভাইস চেয়ারম্যান শেরিফা কাদের, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, পীর ফজলুর রহমান মেজবাহ এমপি, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির, মনিরুল ইসলাম মিলনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

মোনাজাত পরিচালনা করেন যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারি ঈছা রুহুল্লাহ আসিফ।

পরে হুসেইন মুহম্মদ এরশাদের বর্তমান শারীরিক অবস্থার কথা নেতা-কর্মীদের জানান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দেশব্যাপী পল্লিবন্ধুর রোগমুক্তি ও সুস্থতা কামনায় অংশ নেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বোন ক্যানসার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এরশাদ গত কয়েকদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে কয়েকবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থাও নেই তার।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, জুলাই, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।