ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাকের পার্টি মহিলা ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
জাকের পার্টি মহিলা ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাকের পার্টি

ঢাকা: জাকের পার্টির সহযোগী সংগঠন জাকের পার্টি মহিলা ফ্রন্টের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটি।

কেন্দ্রীয়ভাবে ঢাকার বনানীস্থ পার্টির প্রধান কার্যালয়ে মহিলা ফ্রন্ট একটি অনুষ্ঠানের আয়োজন করে।

এতে পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোস্তফা আমীর ফয়সল বলেন, সামনে মুসলমানদের দুর্দিন।  এ অবস্থা থেকে উত্তরণে সতর্ক হতে হবে।

তিনি বলেন, প্রযুক্তি উদ্ভাবিত হয় উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য।  কিন্তু প্রযুক্তির অপপ্রয়োগের মাধ্যমে শিশু, তরুণ ও যুবকদের এক অংশকে পথভ্রষ্ট করা হচ্ছে।  এ অবস্থা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।  মানুষকে পবিত্র করার জন্য জাকের পার্টি পবিত্র রাজনীতির কথা বলে, জাতিকে ভালোবাসা ও আস্থার বন্ধনে ঐক্যবদ্ধ করতে বলে।  আমরা তার পরিপূর্ণ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।  আমাদের প্রচেষ্টার বিজয় হবে ইনশাল্লাহ।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এসএইচএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।