ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এরশাদের রোগমুক্তি কামনায় জাপা কার্যালয়ে দোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, জুলাই ৭, ২০১৯
এরশাদের রোগমুক্তি কামনায় জাপা কার্যালয়ে দোয়া

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুলাই) সকালে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় ওলামা পার্টি এ দোয়ার আয়োজন করে।

 

সংগঠনের সভাপতি ক্বারী মো. হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে দোয়ায় জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান নুরুর ইসলাম নুরু প্রমুখ উপস্থিত ছিলেন।

জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদকে আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরও তিনি সুস্থ হয়ে উঠছেন না। এখন দোয়াই় একমাত্র পথ বলে তিনি মনে করেন। তাই দেশবাসীর কাছে তার ভাইয়ের জন্য দোয়া কামনা করেন তিনি।

তিনি বলেন, আল্লাহতালা চাইলে সব সম্ভব। তাই সবাই এরশাদের জন্য দোয়া করবেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।