ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সাংবাদিক হাসান আরেফিনের মৃত্যুতে জিএম কাদেরের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২২, জুলাই ৮, ২০১৯
সাংবাদিক হাসান আরেফিনের মৃত্যুতে জিএম কাদেরের শোক হাসান আরেফিন ও জিএম কাদের। ছবি: সংগৃহীত

ঢাকা: সাংবাদিক হাসান আরেফিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় জিএম কাদের বলেন, সাংবাদিক হাসান আরেফিনের সততা, নিষ্ঠা আর পেশার প্রতি শ্রদ্ধাবোধ দৃষ্টান্ত হয়ে থাকবে।

সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন অকুতোভয় সৈনিক।

এছাড়াও, শোকপ্রকাশ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ, দলের মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এসএমএকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।