ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাবিব-উন-নবী খান সোহেলকে হয়রানি না করতে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
হাবিব-উন-নবী খান সোহেলকে হয়রানি না করতে নির্দেশ হাবিব-উন-নবী খান সোহেল

ঢাকা: যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার ও কোনো প্রকার হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (৮ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা।
 
পরে মাসুদ রানা সাংবাদিকদের বলেন, হাবিব-উন-নবী খান সোহেল জামিনে মুক্তি পেলেই তাকে কারাফটক থেকে গ্রেফতার করা হয়। তাকে অন্য মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এ কারণে তাকে গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশনা চেয়ে আবেদন করা হয়।
 
আবেদনের শুনানি নিয়ে আদালত তাকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতারের পর থেকে কারাবন্দি রয়েছেন বিএনপির এ নেতা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।