ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জিএম কাদের

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা গত তিন থেকে চারদিন ধরে অপরিবর্তিত রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নয়। 

বুধবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ‘এরশাদের শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত’ সংবাদ সম্মেলনে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের একথা জানান।

তিনি বলেন, তার (এইচ এম এরশাদ) শারীরিক অবস্থা কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হলেও অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে জিএম কাদের জানান, সাত-আট দিন এভাবে অবস্থা অপরিবর্তিত থাকলে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

‘পার্টির চেয়ারম্যানকে (এরশাদ) আজ আবারও ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেওয়া হচ্ছে। তার হজমের স্বাভাবিক প্রক্রিয়া এখনও অচল। সার্বিকভাবে প্রথম দিকে তার অবস্থার অবনতি হলেও আজ তিন-চারদিন ধরে অপরিবর্তিত রয়েছে। ’

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, ভেন্টিলেশনের মাধ্যমেই এরশাদকে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। তবে তার শরীরের বেশ কিছু ফাংশনে উন্নতি হয়েছে।

‘সকাল ১১টায় আমি সিএমএইচে তাকে দেখতে গিয়েছিলাম। তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডাক দিলে চোখ মেলার চেষ্টা করছেন। ’ 

বিদেশে নিয়ে যাওয়া বা বিদেশ থেকে চিকিৎসক আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। উনার কাজগপত্র দেখানো হলে চিকিৎসকেরা পরিষ্কারভাবে না করে দিয়েছেন। সেটা ভেরি ভেরি রিস্কি। আর বাইরে থেকে চিকিৎসক আনার মতও অবস্থা নেই। এখানকার চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। তারা দেশ ও দেশের বাইরের চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন।  

সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সিনিয়র নেতা এসএম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এসএমএকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।