একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসন থেকে নির্বাচিত হলেও, তিনি শপথ না নেওয়ায় আসনটি শুন্য ঘোষণা করা হয়। এরপর, উপ-নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক জিএম সিরাজকে মনোনয়ন দেয় দলটি।
জিএম সিরাজের শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান জাহিদ ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।
সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এসকে/একে