রোববার (১৪ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, উজানের পানি ও প্রবল বর্ষণে সারাদেশ এখন পানিতে ভাসছে।
রিজভী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারে বন্দি। নিজের পথকে কাঁটামুক্ত করতেই সরকারপ্রধান তাকে কারাগারে আটকে রেখেছেন। এস কে সিনহা বলেছেন, প্রধান বিচারপতি থাকার পরেও বিচার পাইনি, আর এখন তো ন্যায়বিচার পাওয়ার প্রশ্নই ওঠে না। দেশের সবাই খালেদা জিয়ার মুক্তি চায়। শারীরিকভাবে অসুস্থ দেশনেত্রীকে এ মুহূর্তে মুক্তি দিতে হবে।
বিএনপি নেতা বলেন, সরকারপন্থি আইনশৃঙ্খলা বাহিনী নাগরিক স্বাধীনতার প্রতিপক্ষ। তারা মিছিল দেখলেই নেতাকর্মীদের ছোঁ মেরে তুলে নিয়ে গ্রেফতার-বাণিজ্যে মেতে ওঠে। গ্রেফতার নেতাকর্মীদের মুক্তিসহ রিমান্ড পাওয়া না পাওয়া নিয়ে দরকষাকষি করা হয়। টাকা দিতে না পারলে জটিল মামলা দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
এসময় সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে কোনো জবাব দেননি রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান মনির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এমএইচ/একে