ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিয়ার মরণোত্তর ফাঁসি দাবি জাসদ ছাত্রলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
জিয়ার মরণোত্তর ফাঁসি দাবি জাসদ ছাত্রলীগের

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর ফাঁসির দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ছাত্র সংগঠন ছাত্রলীগ।

রোববার (২১ জুলাই) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি করেন। ‘শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের ৪৩তম শাহাদাতবার্ষিকী স্মরণে’ জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবীব শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশিদুল হক ননীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পাল, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল হক পাপ্পু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কামাল আজাদ মিন্টু, সহ-সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, সংগঠনিক সম্পাদক গোপাল রাজবংশী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৬ সালের ২১ জুলাই তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের কমান্ডার শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমকে প্রহসনমূলক বিচারের মাধ্যমে ফাঁসি দিয়ে হত্যা করেন। ঠাণ্ডা মাথার খুনি জিয়াউর রহমান কর্নেল তাহেরকে হত্যা করে সাম্প্রদায়িক ও পাকিস্তানপন্থার রাজনীতি শুরু করেন।

সমাবেশে বক্তারা জিয়াউর রহমানের মরণোত্তর ফাঁসির দাবি জানান। সেইসঙ্গে একটি কমিশন গঠন করে তদন্তের মাধ্যমে কর্নেল আবু তাহের বীর উত্তমের বিচারের নামে প্রহসনের নথিপত্র জনসম্মুখে প্রকাশের দাবিও করেন তারা।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
আরকেআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।