ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মহানগর বিএনপির দুই নেতাকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, জুলাই ২২, ২০১৯
মহানগর বিএনপির দুই নেতাকে অব্যাহতি

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির এক জরুরি সভায় মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি মো. শামসুল হক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ২ নম্বর সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দীর্ঘদিন দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়ায় সর্বসম্মতিক্রমে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার (২২ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান মহানগর উত্তর বিএনপি দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক।
 
সোমবার জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২ নম্বর সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু।

 

এ সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর মঞ্জুকে বিএনপি থেকে অব্যাহতি দিলো দল।
 
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।