ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ সরকার: ফখরুল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ সরকার: ফখরুল  ত্রাণ বিতরণ করছেন ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চিকিৎসকসহ প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ হয়ে এটাকে গুজব বলে চালিয়ে দিচ্ছে। 

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই।

এরা মানুষকে ভালোবাসে না। তাই এদের কোনো দায় দায়িত্ব নাই। বন্যা দুর্গত এলাকায় কোনো এমপি, মন্ত্রী বা সরকার দলীয় নেতাকর্মীদের দেখা নাই। বন্যা কবলিত মানুষদের জন্য যে পরিমাণ ত্রাণ সহায়তা প্রয়োজন। সে অনুপাতে সরকার ত্রাণ পৌঁছাতে পারেনি।

দুর্যোগ কবলিত মানুষের পাশে বিএনপি সব সময় থাকে।  বিগত ১২/১৩ বছর জনগণহীন সরকারের হামলা, মামলায় জর্জরিত হয়ে আমরা নিঃস্ব হয়েছি। তবুও আমাদের যেটুকু আছে, তাই নিয়ে এসেছি। বন্যার্তদের সহায়তা করে সহানুভুতি জানাতে। ’

তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করায় তৎকালীন পাকিস্তানী সরকার সেনানিবাসে অবস্থানরত খালেদা জিয়াকে গ্রেফতার করে দীর্ঘ ৯ মাস কারাবন্দি করে রাখে। এরপর স্বৈরশাসককে হটাতে খালেদা জিয়া পথ পথে ঘুরে দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেই গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলনের ঘোষণা দেওয়ায় খালেদা জিয়াকে দীর্ঘ ১৬/১৭ মাস ধরে কারাগারে আটকে রেখেছে এ ভোট ডাকাত সরকার। ’ 

তিনি আরও বলেন, খালেদা জিয়া ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়েছেন। সবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্য রাখছেন ফখরুল ইসলাম আলমগীর।  ছবি: বাংলানিউজদেশে চলমান ‘ছেলেধরা’ গুজব প্রসঙ্গে বিএনপি'র মহাসচিব বলেন, ছেলেধরা কী? । দেশে আইন নাই, শৃঙ্খলা নাই। যেখানে পুলিশ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। সে সমাজে তো এটা হবেই। সরকার এ সমস্যারও সমাধান করতে ব্যর্থ হয়ে বিএনপি- জামায়াতের ওপর দায় চাপাচ্ছে। এটা না কি বিএনপি- জামায়াতের কাজ। সরকার বিএনপির নেতাকর্মীদের ধরে নিয়ে যেতেই ব্যস্ত। ছেলেধরা ধরতে সরকারের সময় কোথায়? 

আইন-শৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, সরকার নিজে ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্রের চরিত্র নষ্ট করেছে। আজ আদালতে গেলে বিচার নেই, টাকা ছাড়া থানায় মামলা হয় না। টাকা ছাড়া চাকরি নেই।

ত্রাণ বিতরণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি'র কর্মসূচি চলছে। আমরা সারাদেশে সমাবেশ করছি। আন্দোলন করে তো তাকে মুক্ত করা যাবে না। জনগণহীন এ সরকার জবরদস্তি করে ক্ষমতায় বসে আছে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে তবে তাকে মুক্ত করা হবে। ’ 

হাতীবান্ধা উপজেলা বিএনপি'র সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ।

বিএনপি'র পক্ষ থেকে লালমনিরহাটে দুইটি স্থানে মোট এক হাজার দুইশ’ পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।