ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিলেট নগর যুবলীগের সভাপতি মুক্তি, সম্পাদক মুশফিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৬, জুলাই ২৮, ২০১৯
সিলেট নগর যুবলীগের সভাপতি মুক্তি, সম্পাদক মুশফিক সিলেট নগর যুবলীগের সভাপতি মুক্তি, সম্পাদক মুশফিক

সিলেট: মহানগর যুবলীগের সম্মেলনে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক পদে মুশফিক জায়গীরদার নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) সম্মেলনের দ্বিতীয় পর্বে রাতে কাউন্সিলরদের ভোটগ্রহণ হয়।

সিলেট মহানগর যুবলীগের কাউন্সিলররা গোপন কক্ষে গিয়ে ব্যালট বাক্সে তাদের ভোট দেন।


এতে সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আলম খান মুক্তি ৩৬৮ ভোট পেয়ে সভাপতি পদে এবং মুশফিক জায়গীরদার ৩৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।  

এরআগে শনিবার (২৭ জুলাই) দুপুর আড়াইটায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। দ্বিতীয় পর্বে রাত ৮ টায় কাউন্সিলরদের ভোটগ্রহণ পর্ব শেষে ফলাফল ঘোষণা করা হয়।
 

বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।