ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ এখন অনেক সম্ভাবনার দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
বাংলাদেশ এখন অনেক সম্ভাবনার দেশ যুবলীগের সম্মেলনে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ছবি: বাংলানিউজ

সিলেট: বাংলাদেশ এখন অনেক সম্ভাবনার দেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, এখন আমরা পৃথিবীর মধ্যে অন্যতম সম্ভাবনাময় দেশ। আপনাদের গৌরব করার অনেক কিছু আছে।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ।

শনিবার (২৭ জুলাই) বিকেলে সিলেট নগরের রেজিস্ট্রি মাঠে যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আগামী ২ বছর আমাদের জন্য স্বর্ণ বছর। আমাদের সামনে অনেক কাজ করার সুযোগ এসেছে। প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে আমাদের দারিদ্র্যসীমা অর্ধেকের নিচে নেমে এসেছে।  
 
তিনি বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন করার সময় এসেছে। ২০২০-২১ মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। যুবলীগের নেতৃত্বে শহরে, গ্রামে, মহল্লায় বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে।
 
অনুষ্ঠানে যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, যুবলীগে কোনো ধান্দাবাজ-চাঁদাবাজদের স্থান নেই। যুবলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। এখানে শৃঙ্খলা শেখার কারখানা।  এখানে মেধাবীদের জায়গা আছে। মেধাবীরাই যুবলীগে মূল্যায়িত হবে।
 
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশবিরোধীরা বিভিন্ন গুজব সৃষ্টি করছে। দেশের জনগণ গুজবের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। এদের মোকাবিলায় প্রশাসনও প্রস্তুত রয়েছে।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।  
 
জেলা যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার এবং সেলিম আহমদ সেলিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।