ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি সিজার কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, জুলাই ২৮, ২০১৯
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি সিজার কারাগারে

চুয়াডাঙ্গা: নাশকতা মামলায় চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উর-জামান সিজারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (২৮ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক এম নুরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ০৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

সেসময় ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মকাণ্ডকে উল্লেখ করে নাশকতা মামলা দায়ের করা হয়। জেলা যুবদলের সভাপতি সিজারকে প্রধান করে দলীয় নেতা-কর্মীদের আসামি করে পুলিশ মামলা দায়ের করে।  

চুয়াডাঙ্গা কোর্ট ইন্সপেক্টর তোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, এ মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। দীর্ঘদিন পর রোববার বিকেলে ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন সিজার। এসময় তার পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।