ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মাদকসহ আটক ছাত্রলীগ নেতা সমীর বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, জুলাই ২৯, ২০১৯
মাদকসহ আটক ছাত্রলীগ নেতা সমীর বহিষ্কার

খুলনা: ফেনসিডিল ও নারীসহ আটক খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সমীর কুমার শীলকে (২৮) দলীয় সব কার্মকাণ্ড থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিসোমবার (২৯ জুলাই) খুলনা মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহীন আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা মহানগর ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সমীর কুমার শীল সহ-সভাপতি, খুলনা মহানগর ছাত্রলীগ সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে দলীয় সব কর্মকাণ্ড থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হলো এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হলো।

এর আগে রোববার (২৮ জুলাই) দিনগত রাত ১০টার দিকে খুলনা সদর থানা পুলিশ নগরের খান জাহান আলী রোডের ৮৫ নম্বর চারতলা বাড়ি থেকে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই বাসা থেকে সেলিনা বেগম নামে এক নারীকেও আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।