ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দেশে কোনো চেইন অব কমান্ড নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
‘দেশে কোনো চেইন অব কমান্ড নেই’ বক্তব্য রাখছেন মজিবর রহমান সরোয়ার, ছবি: বাংলানিউজ

বরিশাল: দেশে যারা গণতন্ত্রের কথা বলে তাদেরই জেলে যেতে হচ্ছে। দেশে কোনো চেইন অব কমান্ড নেই, আর সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু না বলা পর্যন্ত কিছুই হয় না।

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২ সেপ্টেম্বর) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ।

বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদারসহ মহানগর ও জেলা বিএনপির সিনিয়র নেতারা।

বাংলা‌দেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।