ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

দেশব্যাপী বাম জোটের জনসভা ৫ সেপ্টেম্বর থেকে শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৯, সেপ্টেম্বর ৪, ২০১৯
দেশব্যাপী বাম জোটের জনসভা ৫ সেপ্টেম্বর থেকে শুরু বাম জোট

ঢাকা: জনগণের সংগ্রামী ঐক্য জোরদার এবং বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার উদ্দেশ্যে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বাম জোটের মিটিং, মিছিল ও জনসভা অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাম জোটের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞতিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রথম জনসভা অনুষ্ঠিত হবে নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে।

বাম-গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে পর্যায়ক্রমে জেলা শহরগুলোতেও জনসভা, মিটিং, মিছিল অনুষ্ঠিত হবে। এসব জনসভায় বাম জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে জনসভার কর্মসূচি সফল করে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।