শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে ক্ষেতমজুর ও গ্রামীণ মজুরদের স্বার্থ রক্ষার দাবিতে অনুষ্ঠিত দু’দিনব্যাপী বর্ধিত সভার প্রথম দিনে তিনি এ মন্তব্য করেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পার হতে চললেও এখনো অধিকাংশ মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়নি।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ। কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন উত্থাপন করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডা. ফজলুর রহমান, ছৈয়দ আহমদ, পরেশ কর, রফিকুল ইসলাম, অ্যাডভোকেট চিত্তরঞ্জন গোলজার, সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার, নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আরিফুল ইসলাম নাদিম প্রমুখ।
৭ সেপ্টেম্বর সভার দ্বিতীয় দিনে দাবি আদায়ে বিভিন্ন আন্দোলন-কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানের আয়োজক সংগঠন ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে।
বাংলাদেশের সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
আরকেআর/এইচএডি