ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ-যুবলীগ সবকিছু দখল করে ফেলেছে: মির্জা ফখরুল

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
ছাত্রলীগ-যুবলীগ সবকিছু দখল করে ফেলেছে: মির্জা ফখরুল পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাংলানিউজ

রংপুর: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ক্যাসিনোর মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাট করছে। অন্যদিকে জনগণের অধিকার হরণ করছে। আবার ছাত্রলীগ ও যুবলীগ সব কিছু দখল করে নিয়েছে। এ সরকারের কাছে দেশের মানুষ নিরাপদ নয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের পায়রা চত্বর এলাকায় নির্বাচনী পথসভা তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা উপ-নির্বাচনে অংশ নিচ্ছি শুধু গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলনের অংশ হিসেবে।

আওয়ামী লীগ জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীকে আটকে রেখে দেশকে কারাগারে পরিণত করেছে। তারা দেশে একদলীয় সরকার কায়েম করার জন্য এ সব করছে।  

এ সময় মির্জা ফখরুল বিএনপি প্রার্থী রিটা রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।  

সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব, ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব- উন-নবী খাঁন সোহেল, রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।