ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

রাজনীতি

জিএম কাদেরের এপিএস হলেন আবু তৈয়ব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, অক্টোবর ৩, ২০১৯
জিএম কাদেরের এপিএস হলেন আবু তৈয়ব

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আবু তৈয়ব।

জিএম কাদেরের অভিপ্রায় অনুযায়ী লালমনিরহাট জেলার কর্নপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে তৈয়বকে এপিএস নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২০০০ থেকে ৫৩০৬০ হাজার টাকা বেতন স্কেলে (নবম গ্রেড) তাকে নিয়োগ দেওয়া হলো।

জিএম কাদের যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা আবু তৈয়বকে ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘন্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।