ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফাহাদের স্মরণসভা করবে ২০ দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ফাহাদের স্মরণসভা করবে ২০ দল ২০ দলীয় জোটের বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণসভা করবে ২০ দলীয় জোট। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে ফেনী নদীর পানি দেওয়া, চট্টগ্রাম ও মোংলা বন্দর নির্বিঘ্নে ব্যবহারের অনুমতি, আমদানি করা এলপিজি ভারতে রপ্তানি এবং সমুদ্র উপকূলে যৌথ নজরদারির বিষয়ে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে, ২০ দলীয় জোট এর তীব্র প্রতিবাদ জানিয়ে দেশ-জনগণের স্বার্থবিরোধী এসব চুক্তি ও সমঝোতা বাতিলের দাবি জানাচ্ছে।

নজরুল ইসলাম খান বলেন, ২০ দলীয় জোটের এই সভা গত ৬ অক্টোবর বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই হত্যার জন্য দায়ী সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।  

এছাড়া, সভায় খালেদা জিয়াকে জামিন না দেওয়া ও আন্দোলনকে দুর্বল রাখার অপচেষ্টা হচ্ছে দাবি করে এর তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।  

এসময় চুক্তি বাতিল ও ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী ১২ ও ১৩ অক্টোবর দেশের সব বিভাগ এবং জেলা সদরে গণসমাবেশ অনুষ্ঠানের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ওই সভায় উপস্থিত হয়ে ২০ দলীয় জোটের নেতারা সংহতি জানাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, আগামী ১৫ অক্টোবর সকাল ১০টায় ঢাকায় ফাহাদের স্মরণসভা করা হবে বলে জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা নুর হোসেন কাশেমী। এতে আরও উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, মোস্তফা জামাল হায়দার, মাওলানা আব্দুল হালিম, ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লুৎফর রহমান, মাওলানা আব্দুল করিম, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জুলফিকার বুলবুল চৌধুরী, ড. মো. নেয়ামুল বশির, সাইফুদ্দিন আহমেদ মনি, সৈয়দ ইহসানুল হুদা, মাওলানা মহিউদ্দিন একরাম, ক্বারী মো. আবু তাহের, মাহমুদ খান, এম এম শাওন সাদেকী।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এমএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।