ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের হত্যা নতুন নয়: খন্দকার মাহবুব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ছাত্রলীগের হত্যা নতুন নয়: খন্দকার মাহবুব

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ছাত্রলীগের দ্বারা ছাত্র হত্যা নতুন নয়। বর্তমান সরকার যখ‌নই ক্ষমতায় এ‌সে‌ছে তখনই তা‌দের সোনার ছে‌লেদের দ্বারা ছাত্ররা নির্যাতিত ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 

শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুয়েটের ছাত্র ‘আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ এ কর্মসূচির আয়োজন করে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

 

খন্দকার মাহবুব বলেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ১৯৭৪ সালে একদিনে সাতটি হত্যাকাণ্ড ঘটিয়েছিল। দেশে বিচারহীনতার কারণে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসব হত্যার ঘটনা ঘটছে।  

‘এসব হত্যাকাণ্ডের অন্যতম কারণ হলো- বর্তমান সরকার। এই  অবৈধ ও অনির্বাচিত সরকারের কারণে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনগণের কাছে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই, দায়বদ্ধতা নাই, দেশে খুন-হত্যা বন্ধ করতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। ’


তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলায় আটক ক‌রে রেখেছে। তাকে রাজনৈতিক প্রতিহিংসায় মামলা দেওয়া হয়েছে। খালেদা জিয়া মুক্তি পেলে রাজপথে মানুষের ঢল নামবে। তখনই সরকারের পতন হবে। আর এ কারণেই তাকে মুক্তি দেওয়া হচ্ছে না।

‘এই সরকার আর বেশিদিন ক্ষমতায় নাই’ মন্তব্য করে বিএনপিপন্থি এই আইনজীবী বলেন, এই সরকারের পতন হবে। আর সেই দিন দেশের সব হত্যাকাণ্ডের বিচার করা হবে।  

আয়োজক সংগঠনের সহ-সভাপতি ভি পি ইব্রাহিমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।