ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ বন্দরে আ’লীগের কাউন্সিল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৫, নভেম্বর ২৭, ২০১৯
নারায়ণগঞ্জ বন্দরে আ’লীগের কাউন্সিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ: দীর্ঘ প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বর্তমান কমিটির সভাপতি এম এ রশিদকে সভাপতি ও শ্রমিক লীগ নেতা কাজিমউদ্দিন সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনব্যাপী বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে দিনব্যাপী সম্মেলন শেষে বিকেলে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে, ২০০৪ সালে রশিদকে সভাপতি ও খুরশীদ আলম সাগরকে সাধারণ সম্পাদক করে বন্দর থানা আওয়ামী লীগ কমিটি ঘোষণা করা হয়েছিল।

পরবর্তীতে ২০০৬ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুরশীদ আলম সাগরকে বাদ দিয়ে আবেদ হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছিল। এরপর দীর্ঘ ১৫ বছর পরেও সেই কমিটি আর নবায়ন করা সম্ভব হয়নি। তবে এবার দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে বন্দর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।