ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডিসেম্বরেই এলডিপির বিশেষ কাউন্সিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
ডিসেম্বরেই এলডিপির বিশেষ কাউন্সিল সভায় কর্নেল অলির এলডিপির সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব সেলিম। ছবি: বাংলানিউজ

ঢাকা: কর্নেল অলি আহমদের নেতৃত্ব থেকে বেরিয়ে নবগঠিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর ফকিরাপুলের একটি হোটেলে দিনব্যাপী এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের ৩০টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক যোগ দিয়েছেন বলে এলডিপির নতুন নেতাদের পক্ষ থেকে জানানো হয়।

বিশেষ এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক সাবেক হুইপ আব্দুল করিম আব্বাসী।

কর্নেল অলিকে দল পরিচালনায় ‘একনায়কসূলভ মানসিকতা’ সম্পন্ন নেতা দাবি করে নবগঠিত এলডিপির সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, বিএনপি সরকারে থাকা অবস্থায় আজ থেকে ১২ বছর আগে আমরা কর্নেল অলি আহমদকে নেতা মেনে তখনকার ৩৫ জন সংসদ সদস্য (এমপি) মিলে এলডিপি গঠন করেছিলাম। বিএনপি থেকে আমরা বের হয়েছিলাম দল ও সংগঠনে গণতান্ত্রিক প্রতিষ্ঠার আশায়। কিন্তু আমরা হতাশ হয়েছি।

কর্নেল অলির এলডিপির সাবেক এ সিনিয়র যুগ্ম-মহাসচিব সেলিম বলেন, কোনো রাজনৈতিক দলের মালিক কোনো ব্যক্তি হতে পারেন না। কর্নেল অলি দাবি করেছেন, এলডিপির মালিক তিনি। আমরা তার এ দাবিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কারণ রাজনৈতিক দল হয় দলের নামেই। কোনো ব্যক্তির নামে নয়।

তিনি বলেন, কর্নেল অলি দাবি করেন নির্বাচন কমিশনে (ইসি) তার দল নাকি এক নম্বর নিবন্ধিত। কিন্তু তিনি বলেন না যে ওই নিবন্ধনটি আমিই করেছি। এজন্য যে অর্থ ও ক্ষমতা ব্যবহার করতে হয়েছে তা আমিই করেছি। অলি আহমদ নন। বিএনপি থেকে বেরিয়ে অলিকে প্রধান করে এলডিপির নামকরণ পর্যন্ত সব কিছুই আমি করেছি। তিনি নন। আজ তিনি দলের মালিকানা দাবি করছেন। এটা মেনে নেওয়া যায় না। কর্নেল অলি বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরে বিশেষ উদ্দেশ্য নিয়ে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ গঠন করেছেন। তিনি দ্রুত ক্ষমতা দখল করতে চান। আমরা তার উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়েই তার কাছ থেকে সরে এসেছি।  

সেলিম আরও বলেন, আমরা পকেট কমিটি করবো না। চলতি ডিসেম্বর মাসেই আমরা বিশেষ কাউন্সিল করবো। সেই কাউন্সিলেই আমরা সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠন করবো।

এক প্রশ্নের জবাবে সেলিম বলেন, আমাদের এলডিপি, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটেই থাকবে। কারণ বিএনপিই আমাদের মূল নেতৃত্ব দেওয়া দল। কাউন্সিলে নেতাকর্মীরা যদি কর্নেল অলিকে আবারও দলের প্রধান করতে চায় আমরা মেনে নেবো।

অপর এক প্রশ্নের জবাবে সেলিম বলেন, চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াত ইসলামীকে মেনে নিয়েই আমরা জোট সম্প্রসারণ করেছিলাম। চারদলীয় জোটকেই আমরা ২০ দলে পরিণত করেছিলাম। সেখানে তো জামায়াত ছিল। কিন্তু অলি আহমদ ২০ দলের বাইরে বিশেষ উদ্দেশ্য নিয়ে জামায়াতের অর্থ ও জনবল নিয়ে জাতীয় মুক্তিমঞ্চ গঠন করেছেন। আমরা তার এ বিশেষ উদ্দেশ্যের সঙ্গে নেই। কিন্তু জামায়াত ২০ দলে থাকলেও আমাদের কোনো আপত্তি নেই।

সেলিম জানান, আবদুল গনিকে আহ্বায়ক ও এলডিপির যুগ্ম-মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ, সৈয়দ ইব্রাহিম রওনক, জাকির হোসেন রিয়াজকে যুগ্ম-আহ্বায়ক এবং এম এ বাসারকে সদস্য সচিব করে বিশেষ কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।