ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লিবারেল পার্টির আমন্ত্রণে অস্ট্রেলিয়া গেলেন নিপুণ রায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
লিবারেল পার্টির আমন্ত্রণে অস্ট্রেলিয়া গেলেন নিপুণ রায়

ঢাকা: অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানন্দর ত্যাগ করেন।
 
গত ৩ জানুয়ারি অস্ট্রেলিয়া লিবারেল পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্রুস অ্যাডওয়ার্ডস নিপুণকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন।

পার্টির ফেডারেল উইমেনস কমিটির সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন তিনি।

১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সম্মেলন চলবে। সম্মেলনে বিভিন্ন দেশের একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।