ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি করোনা ভাইরাসে আক্রান্ত না: নজরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
বিএনপি করোনা ভাইরাসে আক্রান্ত না: নজরুল

ঢাকা: ‘বিএনপি করোনা ভাইরাসে আক্রান্ত’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি করোনা ভাইরাসে আক্রান্ত না। আপনাদের যুব সংগঠন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তাদের নেতৃত্ব বদল করেছেন। 

তিনি বলেন, সম্প্রতি যুব মহিলা লীগ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আবার শুনলাম আওয়ামী লীগের অফিসের মধ্যে ভাইরাস হয়ে গেছে।

ভাইরাসে তো আপনারা আক্রান্ত হয়েছেন, আমরা না। আমরা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

রোববার (১৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ‘রক্তাক্ত স্বাধীনতা, গণতন্ত্র ও দেশ নেত্রীর মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ সভার আয়োজন করে।

বিএনপির এ নেতা বলেন, গণতন্ত্র বার বার হত্যা করেছে একদল আর বার বার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে আরেক দল। কিন্তু তারপরেও যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্ম, সেই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে, পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্বকারী নেত্রী  খালেদা জিয়া কারাগারে। আমরা তার মুক্তি চাই।

করোনা ভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, মানুষ শঙ্কায় আছে, কখন কে এ ভাইরাসে আক্রান্ত হয়। আর এ নিয়ে রাজনীতি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করে। বিএনপি করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করে না।

নজরুল ইসলাম বলেন, আমরা একটি রাজনৈতিক দল হিসেবে এ ব্যাপারে মতামত অবশ্যই ব্যক্ত করতে চাই যে, করোনা ভাইরাস নিয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি নেই। অন্য দেশে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সে তুলনায় আমার দেশের প্রস্তুতি খুবই কম। এ প্রস্তুতি শুধু যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য নয়, যারা তাদের চিকিৎসা করবে সেই ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে।

জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহদাতের সঞ্চালনায় সভায় উপস্থিত আরও ছিলেন- জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।