ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমরা বিজয়ী হয়ে ঘরে ফিরবো: রবিউল আলম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
আমরা বিজয়ী হয়ে ঘরে ফিরবো: রবিউল আলম

ঢাকা: ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, নির্বাচনী প্রচার-প্রচারণায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিরবচ্ছিন্নভাবে মেঠে থেকে অনন্য নজির স্থাপন করেছেন। আগামী ২১ মার্চের নির্বাচনে আপনারা মাঠে থাকবেন। আমিও থাকবো। আমরা বিজয়ী হয়ে ঘরে ফিরবো।

বুধবার (১৮ মার্চ) নির্বাচনী প্রচারণার শেষ দিন ধানমন্ডির বিভিন্ন এলাকায় গণসংযোগ করার সময় সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

করোনা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ করোনা নিয়ে আতঙ্কিত নয়।

তারা নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে শঙ্কায় রয়েছে। করোনা বিষয়ে জনগণ সচেতন রয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণকে সচেতন করছে। প্রার্থী হিসেবে আমিও সচেতন করছি। এর বিস্তৃতি যে মাত্রায় আছে তাতে জনজীবন এখনো স্থবির হয়নি। আশা করছি ২১ মার্চ ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না।

নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী বুধবার ছিলো শেষ নির্বাচনী শোডাউন। এদিন সকাল-বিকাল দুই দফা দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডি-১৫, ঝিগাতলা, বিজিবি গেট, এলিফ্যান্ট রোড, বাটা সিগনাল, বাংলামোটর, ফ্রি স্কুল স্ট্রিট, পাস্থপথ, গ্রীন রোড, সাইন্সল্যাব, নিউমার্কেট এলাকায় ব্যাপক শোডাউন করেন ধানের শীষের প্রার্থী।

গণসংযোগে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন, হাজারীবাগ থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান মজু, ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সৈকত, ধানমন্ডি থানা শ্রমিক দলের সভাপতি আবু কায়সার, তাঁতী দলের যুগ্ম আহবায়ক ডঃ মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এমএইচ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।