ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় করোনায় মারা গেলেন আ’লীগের দুই নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, জুন ৪, ২০২০
কুমিল্লায় করোনায় মারা গেলেন আ’লীগের দুই নেতা আবুল বাশার ও মো. আতিকুর রহমান।

কুমিল্লা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা শহর ও উপজেলা আওয়ামী লীগের দুই নেতা মারা গেছেন।

বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল বাশারের (৬৪)। বাশার কুমিল্লা শহরের পুরাতন মৌলভীপাড়া এলাকার পুকুর পাড়ের পূর্ব পাড়ের বাসিন্দা।

তার গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায়। তিনি দীর্ঘ দিন দুবাই প্রবাসী ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।

বুধবার আবুল বাশারের করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট আসে। রাত সাড়ে ৯টার দিকে তিনি অসুস্থ বোধ করলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

কুমিল্লার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান জাহাঙ্গীর মারা গেছেন।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

কুমিল্লা (দক্ষিণ) জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, জুন ০৪, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।