ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ডা. রফিকুল ইসলাম চৌধুরীর অবস্থার উন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, জুন ৭, ২০২০
ডা. রফিকুল ইসলাম চৌধুরীর অবস্থার উন্নতি

ঢাকা: করোনা আক্রান্ত বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরীর অবস্থার উন্নতি হয়েছে। এখন তার জ্বর ও শ্বাসকষ্ট নেই।

রোববার (০৭ জুন) বিকেলে তিনি এক ফেসবুক বার্তায় এ কথা জানিয়েছেন।

এক সপ্তাহ আগে ডা. রফিকুল ইসলাম চৌধুরী করোনা (কোভিট-১৯) পজিটিভ হন।

এরপর থেকে তিনি ঢাকার নিকুঞ্জে নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

ডা. চৌধুরীর করোনা আক্রান্ত হওয়ার খবর জেনে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি, দলের প্রেসিডিয়াম সদস্যগণ, জাতীয় নির্বাহী কমিটি, অঙ্গ দলের নেতা ও সদস্য, কর্মীগণ এবং তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ (ধর্মপাশা -তাহিরপুর-জামালগঞ্জ)-এর ভোটারসহ সর্বস্তরের জনগণ সহানুভূতি প্রকাশ এবং দোয়া করায় ডা. চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।