ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পদ্মাপাড়ে বন্যাদুর্গদের খাদ্য সহায়তা দিল স্বেচ্ছাসেবক লীগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, জুলাই ২৪, ২০২০

ঢাকা: দোহার উপজেলার নয়াবাড়ি কুসুমহাটি চর মোহাম্মদপুর ইউনিয়নে পদ্মা নদীর পাড়ে বন্যাদুর্গত অসহায় দুস্থ ৩শ মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এ সহায়তা তুলে দেন।

এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আশীষ মজুমদার, নাফিউল করিম নাফা, কাজী শাহানারা ইয়াসমিন, অ্যাডভোকেট শাহীনুল ইসলাম, রাহুল দাস, জাফর আজিজ, মনোয়ারুল ইসলাম বিপুল, সৈয়দ এহতেশামুল হক সুমন, মির্জা মুরশেদুল আলম মিলনসহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ