ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এমপি ইসরাফিলের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, জুলাই ২৭, ২০২০
এমপি ইসরাফিলের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক জাপার চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম ও এমপি ইসরাফিল আলম।

ঢাকা: নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।  

সোমবার (২৭ জুলাই) এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

 

তিনি বলেন, রাজনৈতিক জীবনে ইসরাফিল আলম অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন। তিনি সারাজীবন গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত ছিলেন। শ্রমিকদের অধিকার আদায়ে ইসরাফিল আলমের অবদান চির স্মরণীয় হয়ে থাকবেন।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে অনুরুপ গভীর শোক প্রকাশ করেছেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এর আগে এমপি ইসরাফিল আলম এদিন সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।