ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘রাজনীতিতে যে শূন্যতা বিরাজ করছে তা জাপাই পূরণ করতে পারবে’ 

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, জুলাই ২৯, ২০২০
‘রাজনীতিতে যে শূন্যতা বিরাজ করছে তা জাপাই পূরণ করতে পারবে’  কথা বলছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু। ছবি- বাংলানিউজ

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে শূন্যতা বিরাজ করছে তা শুধু জাতীয় পার্টিই (জাপা) পূরণ করতে পারবে।  

বুধবার (২৯ জুলাই) বিকেলে কাকরাইল চত্বরে জাপার প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একমাত্র সম্ভাবনাময় দল, কারণ, জাতীয় পার্টি হরতাল, জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না।  

জাপার এ নেতা আরো বলেন, করোনা ও বন্যা পরিস্থিতির উন্নতি হলেই জাতীয় পার্টি সারাদেশে সংগঠনগুলোকে শক্তিশালী করতে কর্মসূচি নেবে। প্রতিটি শাখা কমিটিতে সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি পুনর্বিন্যাস করা হবে। আমাদের দল ইতিবাচক রাজনীতি করে, তাই বর্তমান সরকারের স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও দুনীর্তি নিয়ে সংসদে তারা সোচ্চার ভূমিকা রেখেছে।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। গেলো বছর ২৮ ডিসেম্বর জাতীয় কাউন্সিল এবং পার্টির গঠনতন্ত্রের ক্ষমতাবলে বর্তমান পার্টি চেয়ারম্যান দলের স্বার্থ বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। পার্টির কাউন্সিলররা চেয়ারম্যানকে সেই ক্ষমতা প্রদান করেছেন। এখন চেয়ারম্যান পার্টির প্রয়োজনে যে সিদ্ধান্ত নেবেন তাই গণতান্ত্রিক। প্রতিটি রাজনৈতিক দলেই পার্টি প্রধানের বিশেষ ক্ষমতা আছে এবং রাজনীতিতে নেতৃত্বের পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
এসএমএকে/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ