ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সংকটাপন্ন মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিন: ন্যাপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, জুলাই ৩০, ২০২০
সংকটাপন্ন মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিন: ন্যাপ বাংলাদেশ ন্যাপের লোগো

ঢাকা: আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে করোনা ভাইরাস এবং ভয়াবহ বন্যায় আক্রান্ত, ক্ষতিগ্রস্ত ও সংকটাপন্ন মানুষের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ন্যাপ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘করোনা ও বন্যা ঈদের আনন্দ ম্লান করেছে।

তারা সংকটাপন্ন মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ত্যাগের মহিমার মধ্য দিয়ে আসে ঈদ-উল-আজহার আনন্দঘন মুহূর্ত। কিন্তু এমন এক সময় আমাদের মধ্যে ঈদ উপস্থিত যখন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আঘাতে বাংলাদেশও ক্ষত-বিক্ষত। করোনা সংক্রমণ এবং মৃত্যুতে মানুষ দুর্বিষহ পরিস্থিতি মোকাবিলা করছে। অন্যদিকে করোনা দুঃসময়ের মধ্যে বন্যার কারণে বাংলাদেশের বহুজেলা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। তাই ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব নয়। তবুও দেশের বিদ্যমান ক্রান্তিলগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। ’

বিত্তবানদের উদ্দেশ্য করে তারা বলেন, ‘কোনো অসহায় ও দুস্থ শ্রমজীবী মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি, তারা যেন দুস্থ মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন, শ্রমজীবী মানুষও ঈদের আনন্দে অংশীদার হতে পারেন। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো অতি কষ্টে দিনাতিপাত করছে। এ অবস্থায় বিত্তবানদের উচিত অসহায়, দরিদ্র আত্মীয়-স্বজন, অধীনস্থ, প্রতিবেশীসহ ক্ষতিগ্রস্ত সব গরিব-দুখি মানুষের সহযোগিতায় এগিয়ে আসা। ’

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ