ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এটিএম আলমগীরের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, আগস্ট ৪, ২০২০
এটিএম আলমগীরের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক এটিএম আলমগীর

ঢাকা: কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় আইনজীবী ফেডারেশনের সহ-সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা এটিএম আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

মঙ্গলবার (০৪ আগস্ট) এক শোক বার্তায় প্রয়াত সংসদ সদস্য এটিএম আলমগীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়াম্যান বলেন, এটিএম আলমগীর ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। তিনি আজীবন গণমানুষের স্বার্থ রক্ষায় সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন জননন্দিত নেতাকে হারালো।

কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ