ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

করোনা লুকিয়ে রাখার অসুখ নয়: রুমিন ফারাহানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, আগস্ট ২৬, ২০২০
করোনা লুকিয়ে রাখার অসুখ নয়: রুমিন ফারাহানা প্লাজমা দিলেন রুমিন ফারহানা/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: করোনা ভাইরাস লুকিয়ে রাখার মতো কোনো অসুখ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গণস্বাস্থ্য কেন্দ্রে প্লাজমা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি মাত্র দুদিন আগেই করোনা ভাইরাস মুক্ত হয়েছি। সব নিয়ম মানার পরও আমি করোনা আক্রান্ত হয়েছি। সুতরাং আপনারা সকলেই সাবধানে থাকবেন। আমি যখন আক্রান্ত হয়েছি, সঙ্গে সঙ্গে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছি।

‘সাংবাদিক ভাইয়েরা প্রত্যেকে আমার আক্রান্তের নিউজ করেছে। নিউজ করেছে কারণ, করোনা কোনো লুকিয়ে রাখার অসুখ নয়। সুতরাং আমি চাই করোনা আক্রান্ত হলে একটা মানুষ যেন দ্বিধা দ্বন্দ্ব না করে, এখানে লজ্জার কিছুই নাই। করোনা আক্রান্ত হলে গোপন করবেন না। ’

তিনি আরও বলেন, আমাদের সরকারি ব্যবস্থাপনা একেবারেই ভেঙে পড়েছে, এটা নিয়ে আর কথা নাইবা বলি। আমরা যদি পরস্পরের পাশে না দাঁড়াই তাহলে আমাদের কেউ বাঁচাতে পারবে না। আমার করোনা ভাইরাসের অভিজ্ঞতা নিয়ে আমি লিখবো, আজকে আমি প্লাজমা দিতে এসেছি। স্যার (ডা. জাফরুল্লাহ) বললেন, এই রক্ত দিয়ে ৫ জন করোনা রোগী উপকৃত হবেন। এটাই আমার অনেক বড় পাওয়া যে ৫ জনকে সামান্য এক ব্যাগ রক্ত দিয়ে উপকার করতে পারবো। আমি আশা করবো, যারা করোনামুক্ত হয়েছেন, তারা প্লাজমা দান করবেন। কারণ এটা অন্য ৫ জনকে রোগীকে সাহায্য করবে।

এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রের চিকিৎসক এবং কর্মকর্তারা।

সোমবার (২৪ আগস্ট) ব্যারিস্টার রুমিন ফারহানা করোনা ভাইরাস মুক্ত হন। এর আগে গত ১২ আগস্ট দুপুরে রুমিন ফারহানা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার খবর জানিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
আরকেআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।