ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

দায়িত্বহীন বক্তব্যে স্বাস্থ্যবিধি মানতে নিরুৎসাহিত হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, আগস্ট ২৭, ২০২০
দায়িত্বহীন বক্তব্যে স্বাস্থ্যবিধি মানতে নিরুৎসাহিত হচ্ছে

ঢাকা: স্বাস্থ্য কর্তৃপক্ষের দায়িত্বহীন বক্তব্যের কারণে মানুষ স্বাস্থ্যবিধি মানতে নিরুৎসাহিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাজীপুর জেলা কমিটির ভার্চ্যুয়াল সভায় যুক্ত হয়ে কোভিড সংক্রমণ প্রতিরোধ সম্পর্কে তিনি একথা বলেন।



রাশেদ খান মেনন বলেন, স্বাস্থ্য কর্তৃপক্ষের দায়িত্বহীন বক্তব্যের কারণেই মানুষ স্বাস্থ্যবিধি মানতে নিরুৎসাহিত হচ্ছে। মন্ত্রী যখন বলেন ভ্যাকসিন আসার আগেই বাংলাদেশ থেকে করোনা চলে যাবে, তখন মানুষ আর স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনীয়তা বোধ করে না। টেকনিক্যাল কমিটি, বিশেষজ্ঞ কমিটি যখন র‌্যাপিড টেস্ট করতে বলেন, তখন সেটা না করা কার স্বার্থে সেটা কেউ বুঝতে পারছে না।

‘ভারত-পাকিস্তান যখন তাদের দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়াল করছে তখন আমরা কেন পিছিয়ে থাকলাম তারও ব্যাখ্যা নেই। মানুষকে তাই নিজেই নিজেকে, পরিবার, প্রতিবেশীদের সুরক্ষার দায়িত্ব নিজের উপর তুলে নিতে হবে। তাহলেই যদি কিছু রক্ষা পাওয়া যায়। ’

মেনন আরো বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা যখন বারবার টেস্টের কথা বলে, তখন সে ব্যাপারে স্বাস্থ্য কর্তৃপক্ষের কেন অনীহা তা বোধগম্য নয়। তাদের আচরণের কারণেই মানুষ এখন টেস্ট করতে যায় না।  

গাজীপুর জেলা কমিটির সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্টির পলিটব্যুরা সদস্য আলী আহম্মদ এনামুল হক এমরানও যুক্ত হন। অংশগ্রহণ করেন জেলা কমিটির সদস্য মামুন হায়দার, নাসরিন খুশী, শাওন, নজমুল, আলী আসগর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।