ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নেতাদের নিখোঁজ হওয়ার জন্য যারা দায়ী তাদের বিচার হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
নেতাদের নিখোঁজ হওয়ার জন্য যারা দায়ী তাদের বিচার হবে

ঢাকা: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত করে সব গুম হওয়া নেতাকর্মীদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হবে। আর এসব নেতাকর্মী নিখোঁজ হওয়ার জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনা হবে।

রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া সাতজন নেতাকর্মীর পরিবারবর্গের সদস্যদের খোঁজ খবর নেওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা দক্ষিণ বিএনপি ও সহযোগী সংগঠনের গুম হওয়া সাতজন নেতাকর্মীর পরিবারবর্গের সদস্যদের নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, ক্ষমতাসীন সরকারের প্রত্যক্ষ মদদে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিনা অপরাধে তুলে নিয়ে মানবতাবিরোধী জঘন্যতম অপরাধ করেছে। গুম হওয়া নেতাকর্মীর পরিবারবর্গ দুর্দশায় দিনাতিপাত করছে, যা অত্যন্ত হৃদয় বিদায়ক।  

সাক্ষাৎকালে অসহায় পরিবারগুলোকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর বিএনপির দফতর সম্পাদক মিন্টু, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস হোসেন।  

পরে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কারাবন্দি ইসহাক সরকারের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন বিএনপি নেতারা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।